প্রেক্ষাগৃহে মুক্তির রেশ কাটতে না কাটতেই বিপাকে পড়ল প্রভাস অভিনীত নতুন ছবি ‘দ্য রাজা সাব’। শুক্রবার সংক্রান্তির আগেই মুক্তি পেয়েছে এই হরর-কমেডি। কিন্তু মুক্তির মাত্র এক দিনের মাথায় ছবিটি অনলাইনে অবৈধভাবে ছড়িয়ে পড়ে।
বিষয়টি সামনে আসতেই তৎপর হয় হায়দরাবাদের সাইবার ক্রাইম পুলিশ। এর মধ্যেই সামনে এসেছে নতুন চাঞ্চল্যকর খবর- আমেরিকার একটি রেস্তোরাঁয় টিভিতে নাকি দেখানো হয়েছে ছবিটির পাইরেটেড কপি।
ঘটনার সূত্রপাত একটি প্রবাসী ভারতীয়দের ইনস্টাগ্রাম পেজ থেকে। সেখানে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁয় টিভির পর্দায় চলছিল ‘দ্য রাজা সাব’ এর অবৈধ কপি। পোস্টটি পরে মুছে ফেলা হলেও ভিডিওটি ইতিমধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লেখা ছিল, “টু মাচ রা,” সঙ্গে হাতজোড় করা ইমোজি। এই ঘটনাকে ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা আর ক্ষোভ।
এই ঘটনার মাঝেই ছবিটি বিদেশের বাজারে ভালো আয় করছে বলে জানানো হয়েছে। ছবিটির মার্কিন পরিবেশক প্রতিষ্ঠান “প্রত্যঙ্গীরা সিনেমাস” জানিয়েছে, মাত্র দুই দিনে যুক্তরাষ্ট্রে ছবিটি আয় করেছে ২০ লাখ ডলারের বেশি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৩৮ কোটি ৩০ লাখ টাকা।
এদিকে হায়দরাবাদে পাইরেসির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। সম্প্রতি কুখ্যাত পাইরেট ওয়েবসাইট “আইবোম্মা”র পরিচালনাকারী রবি এমাণ্ডিকে গ্রেফতার করা হয়। এরপর নজর দেয়া হয়েছে আরও কয়েকটি অবৈধ সাইটের দিকে।
পুলিশ সন্দেহ করছে, ৫মুভিরুলজ ও ১তামিলএমভি নামের পাইরেট সাইট দুটি নাভিন নামে এক ব্যক্তি চালাচ্ছেন, যিনি শ্রীলঙ্কা থেকে কার্যক্রম পরিচালনা করছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, নতুন মুক্তি পাওয়া ছবিগুলোর ক্যামকর্ডার প্রিন্ট তুলে সেগুলো অনলাইনে ছড়িয়ে দেয়া হচ্ছে। এই তালিকায় রয়েছে ‘দ্য রাজা সাব’ ও ‘ধুরন্ধর’।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় শুটিংয়ে মুখোমুখি সিয়াম-সুস্মিতা, পরিচালক দিলেন নতুন তথ্য
‘দ্য রাজা সাব’ ছবিটি পরিচালনা করেছেন মারুতি। প্রযোজনায় রয়েছে পিপল মিডিয়া ফ্যাক্টরি ও আইভি এন্টারটেইনমেন্ট। ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনান, ঋদ্ধি কুমার ও জারিনা ওয়াহাব। গল্পে দেখা যায়, এক ব্যক্তি তার নিখোঁজ দাদার খোঁজে নামতে গিয়ে পরিবারের অতীতের অন্ধকার সব রহস্যের মুখোমুখি হয়। তবে মুক্তির পর সমালোচকদের কাছ থেকে ছবিটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সব মিলিয়ে, একদিকে ব্যবসায়িক সাফল্যের ইঙ্গিত, অন্যদিকে পাইরেসির বড় ধাক্কা- দুই দিক সামলাতেই এখন ব্যস্ত ‘দ্য রাজা সাব’ টিম। নির্মাতাদের আশা, দ্রুত এই অবৈধ ছড়িয়ে পড়া বন্ধ হবে এবং দর্শক ছবিটি হলে গিয়েই দেখবেন।
এমআই/এসএন