ভোলায় ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক সালমান গোলদারকে (৩০) আটক করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বিকেল ৩টার দিকে যৌথ বাহিনীর অভিযানে ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ডের ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন কালীবাড়ি রোড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় ওই এলাকা থেকে সালমান গোলদারকে আটক করা হয়।
আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্ট গার্ড।
এমআর/টিকে