জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে ৬ দিন বন্ধ থাকার পর ফের ইউরিয়া উৎপাদন শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে যান্ত্রিক ত্রুটি সমাধান করে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।
কারখানা সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিষ্ঠিত দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাস সংকট দেখা দিলে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এতে কর্মহীন হয়ে পড়েন শতাধিক শ্রমিক-কর্মচারী। দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু করলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চলতি মাসের ৫ জানুয়ারি রাত থেকে ফের উৎপাদন বন্ধ হয়। এদিকে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে রবিবার সন্ধ্যা থেকে ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন দেশের একটি গণমাধ্যমকে জানান, যন্ত্রাংশ মেরামত শেষে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে যমুনা সার কারখানায় পুরোপুরি ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।
এখন আর কোনো সমস্যা দেখা যায়নি।
এমআর/টিকে