কা’বা শরীফে করোনাভাইরাসের জীবাণুনাশক মেশিন স্থাপন

করোনাভাইরাস প্রতিরোধে এবার পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামের স্কেলেটরে (চলন্ত সিঁড়ি) জীবাণুনাশক অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে। সোমবার হারামাইন শরিফাইন পরিচালনা কর্তৃপক্ষের প্রধান ইমাম শায়েখ আবদুর রহমান সুদাইস জীবাণুনাশক মেশিনের উদ্বোধন করেন।

সোমবার রাতে এশার নামাজের পর কা’বা চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা জীবাণুমুক্তকরণ অভিযানে নেতৃত্ব দেন শায়েখ আবদুর রহমান সুদাইস।

জীবাণুনাশক ওই স্প্রে মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, কা’বার গিলাফ, কা’বার দরজা ও দেয়ালে স্থাপন করা হয়েছে। এছাড়া মসজিদুল হারামের স্কেলেটরে স্থাপন করা অত্যাধুনিক মেশিন স্বয়ংক্রিয়ভাবে ৯৪ ভাগ জীবাণু ধ্বংস করতে সক্ষম হবে বলে জানা গেছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: