স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন চীনারা

করোনাভাইরাসে নাকাল চীন। দেশটিতে এ ভাইরাসে প্রায় সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। কোয়ারেন্টাইনে রয়েছেন দেশটির সব প্রদেশের বাসিন্দারা। এছাড়া করোনাভাইরাস আতঙ্কে চীনে অবরুদ্ধ হয়েছিলেন সাধারণ মানুষ। স্থবির হয়ে পড়েছিল দেশটির যোগাযোগ ব্যবস্থা। কিন্তু প্রায় দুই আড়াই মাস পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন চীনারা।

করোনাভাইরাসে জবুথবু হয়ে যাওয়া চীন আবার তাদের চিরচেনা রুপে ফিরতে শুরু করেছে। দেশটির সব ধরণের কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগম এবং পর্যটন স্থানগুলো স্বাভাবিক হচ্ছে দিনে দিনে। স্বস্তি ফিরেছে চীনের স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক ও নার্সদের জীবনেও।

এদিকে চীন ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে শি জিন পিং সরকার। এতে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যোগাযোগ ও পরিবহন সেবাও স্বাভাবিক হয়ে উঠেছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ