করোনা: ১৮ মার্চ থেকে বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসময় প্রশাসনিক কার্যক্রম চলবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে ১৮ মার্চের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রাধ্যক্ষ পরিষদ। সোমবার দুপুরে অনুষ্ঠিত প্রাধ্যক্ষ পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম।

 

টাইমস/এইচইউ

Share this news on: