ফরিদপুর জেলা পরিষদ সদস্যের গাড়িতে হামলার অভিযোগ

ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেনের প্রাইভেটকারে হামলার অভিযোগ উঠেছে। এতে তিনজন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- ইউসুফ মোল্লা (২৬), খায়ের তালুকদার (৫২) ও মুজিব মণ্ডল (৫৫)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পরিষদের সদস্য কামাল বলেন, শাকপালদিয়া থেকে তিনি ও তার চার সহযোগী প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। পথে ২০/২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাদের প্রাইভেটকারে হামলা চালায়। এ সময় হামলাকারীরা লোহার রড দিয়ে গাড়ির সব গ্লাস ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে তারা গাড়িতে থাকা লোকজনকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, ঘটনার পর পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: