করোনা চিকিৎসায় নতুন পদ্ধতি আবিষ্কার : আশাবাদী চিকিৎসকরা

করোনাভাইরাসে টালমাটাল গোটা বিশ্ব। প্রতিদিন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে করোনাভাইরাসে। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রখ্যাত চিকিৎসক ও গবেষকরা এ ভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত তা অধরায় রয়ে গেছে।

তবে করোনা নিয়ে আশার কথাও শুনা যাচ্ছে এতদিন পর। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ইয়ান লিপকিন জানিয়েছেন, ব্লাড প্লাজমা পদ্ধতিতে করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে তোলা সম্ভব।

ফক্সনিউজের ‘লো ববস টুনাইট’ শো’তে এসে ডা. ইয়ান এই পদ্ধতির কথা উল্লেখ করেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিওরোলজি এ্যান্ড প্যাথলজি বিভাগের এই অধ্যাপক বলেন, গত জানুয়ারিতে আমি চীন সফর করি। যখন চীনে করোনা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম তারা কোন পদ্ধতিতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছে।

ডা. ইয়ান বলেন, চীনে গিয়ে আমি দেখেছি, সেখানে করোনা আক্রান্ত রোগীদের ব্লাড প্লাজমা পদ্ধতিতে চিকিৎসা দেয়া হচ্ছে। এই পদ্ধতি যে এবারই প্রথম তা কিন্তু নয়, অনেক আগে থেকে এ পদ্ধতি ব্যবহার করা হয়। চীনে এ পদ্ধতি প্রয়োগ করায় করোনা আক্রান্ত রোগীরা সবাই সুস্থ হয়েছেন।

অধ্যাপক ইয়ান লিপকিন বলেন, ব্লাড প্লাজমা পদ্ধতিতে একজন সুস্থ হয়ে ওঠা রোগীর শরীর থেকে এন্টিবডি নেয়া হয়। সেই এন্টিবডি অন্য রোগীদের মাঝে প্রয়োগ করা হয়। আর এই পদ্ধতিতে চীনে সবাই সুস্থ হয়ে উঠেছেন। তবে একজন ব্যক্তি থেকে নেয়া এন্টিবডি তিনজন রোগীর শরীরে ব্যবহার করা যায়। আমি মনে করি, ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত ব্লাড প্লাজমা পদ্ধতিই সবচেয়ে কার্যকর।

প্রসঙ্গত, শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯০ জন। এছাড়া বিশ্বের ৫ লাখ ৩২ হাজার ২৭৯ জন এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ লাখ ৮৩ হাজার ৮১১ জন চিকিৎসাধীন এবং ১৯ হাজার ৩৫৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র এখন সবার ওপরে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024