করোনা রোধে গার্মেন্ট কারখানা বন্ধের সিদ্ধান্ত

মহামারী করোনাভাইরাস রোধে এবার গার্মেন্ট কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার কারখানা বন্ধের অনুরোধ জানিয়ে গার্মেন্ট মালিকদের কাছে চিঠি লেখেন সংগঠনটির সভাপতি রুবানা হক। ওই চিঠির উত্তরে গার্মেন্ট মালিকরা কারখানা বন্ধের ব্যাপারে সম্মত হন।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল নাগরিকের সুরক্ষা ও সুস্বাস্থ্য অগ্রাধিকার পাবে। তাই প্রধানমন্ত্রীকে অনুসরণ করে দেশের সর্ববৃহৎ শিল্প হিসেবে তৈরি পোশাক কারখানাগুলোর কর্মীদের সুস্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা জরুরী। এ অবস্থায় বৈশ্বিক দুর্যোগ মহামারী করোনাভাইরাস রোধে পোশাক কারখানা বন্ধ করার অনুরোধ জানাচ্ছি।

চিঠি প্রসঙ্গে রুবানা হক বলেন, সরকার ঘোষিত সাধারণ ছুটি যতদিন থাকবে, ততদিন পোশাক তৈরির কারখানাগুলো বন্ধ রাখার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্ধ কারখানার শ্রমিকরা মার্চ-এপ্রিলের বেতন একসঙ্গে পাবেন। তবে কোনও কারখানা মালিক চাইলে পর্যাপ্ত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত সাপেক্ষে তার কারখানা চালু রাখতে পারবেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: