বরিশালে হোম কোয়ারেন্টাইনে ১৫৫১, ছাড়পত্র পেলেন ১২০৪ জন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশাল বিভাগের ছয় জেলায় ১৫৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এরমধ্যে ১২০৪ জনকে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে শনিবার এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২ হাজার ৭৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরমধ্য থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ২০৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি, বাকি চার জেলায় ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনা সন্দেহে হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগী ভর্তি করা হলেও এখনো পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কোনো রোগীকে শনাক্ত করা সম্ভব হয়নি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ