কোভিড-১৯ : দেশে দেশে বদলে যাবে স্বাস্থ্য ব্যবস্থা

কোভিড-১৯ মহামারীর ফলে সমগ্র পৃথিবীতে অনেক কিছুই বদলে যাবে। আমাদের চেনা জানা নানা ব্যবস্থাই নতুন রূপ ধারণ করবে। বদলে যাবে আমাদের বিজ্ঞান-প্রযুক্তি, সরকার ব্যবস্থা, অর্থনীতি, সম্প্রদায়, সমাজসহ অনেক কিছুই। আসুন জেনে নিই, কোভিড-১৯ পরবর্তী বিশ্বে স্বাস্থ্য ব্যবস্থায় কী পরিবর্তন আসতে পারে-

টেলিমেডিসিন জনপ্রিয়তা পাবে
টেলিমেডিসিন বলেতে দূর থেকে চিকিৎসা সেবা নেয়াকে বোঝায়। মহামারীর ফলে আমাদের স্বাস্থ্য সেবা নেয়ার ধরণ বদলে যাবে, জনপ্রিয়তা পাবে টেলিমেডিসিন সেবা। ইতিমধ্যে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে অতিরিক্ত ভিড় এবং সংক্রমণের ঝুঁকি থাকায় মানুষ টেলিমেডিসিনের প্রতি আগ্রহী হয়ে উঠছে।

মহামারী পরবর্তী বিশ্বে দূর থেকে চিকিৎসা সেবা ও ওষুধ ক্রয়ের চাহিদা বেড়ে যাবে। মানুষ হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে ছুটে যাওয়ার বদলে ঘরে বসে ইন্টারনেটে সেবা নিতে চাইবে।

দূর থেকে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা নেয়ার বেশ কিছু সুবিধাও রয়েছে; আপনাকে যানবাহন ব্যবহার করে জ্যামে বসে ডাক্তারের কাছে পৌঁছাতে হবে না, ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতেও হবে না। আবার এর ফলে, যেসব রোগীর জরুরি সেবা দরকার তারাও সহজে জরুরি সেবা পেয়ে যাবেন।

পারিবারিক স্বাস্থ্য নিরাপত্তা আরও জোরদার হবে
করোনাভাইরাসের প্রাদুর্ভাব আমাদের পারিবারিক স্বাস্থ্য সেবা খাতের দুর্বলতাগুলি উন্মোচিত করেছে। এর ফলে আমরা জেনে গেছি, আমাদের পারিবারিক স্বাস্থ্য নিরাপত্তা কতটা ঝুঁকিপূর্ণ এবং এটি আরও শক্তিশালী করা প্রয়োজন।

এই প্রাদুর্ভাবের ফলে আমাদের প্রিয়জনেরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, বাচ্চারা দীর্ঘদিন স্কুলে না গিয়ে ঘরে বন্দী হয়ে পড়েছে এবং আমাদের অর্থের যোগানে টান পড়ে গেছে। শিশু সেবার অপ্রতুলতাও এই মহামারীর ফলে দেখা গেছে, বিশেষত যাদের বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন বা অফিসে ব্যস্ত ছিলেন, সেসব শিশু মারাত্মক বিপন্ন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করেছে।

খুব কম কর্মজীবী লোকই পরিবারের সদস্যদের অসুস্থতার জন্য সবেতনে ছুটি পেয়েছেন। ফলে, দেখা যাচ্ছে আমাদের পারিবারিক স্বাস্থ্য নিরাপত্তা অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে, প্রিয়জনের অসুস্থতার সময় সেবা করতে গিয়ে আমাদের আয়ের উৎস থমকে যাচ্ছে।

এই সঙ্কটের ফলে বিশ্বজুড়ে পারিবারিক স্বাস্থ্য সেবার জন্য জনমত ও রাজনৈতিক সমর্থন তৈরি হয়েছে। বৈশ্বিকভাবে অর্থ সংগ্রহের নানা উদ্যোগ নেয়া হচ্ছে। এই ফান্ডের মাধ্যমে কর্মজীবী লোকদের পরিবারের সদস্যদের অসুস্থতার সময় নানা রকম সহায়তা দেয়া হবে এবং শিশুদের সেবার নানা উদ্যোগ নেয়া হবে।

সরকার বৃহত্তর ওষুধ উৎপাদনকারীতে পরিণত হবে
এই সঙ্কটের ফলে দেখা গেছে, আমাদের বাজার নির্ভর চিকিৎসা পণ্য উৎপাদন ব্যবস্থা কতটা নাজুক এবং এ রকম একটা বৈশ্বিক মহামারীর সময় সরকারি উদ্যোগে ওষুধসহ অন্যান্য চিকিৎসা পণ্য উৎপাদন কতটা দরকারি। বিভিন্ন দেশের সরকার ইতিমধ্যে চিকিৎসা পণ্য নিয়ে গবেষণা, উৎপাদন ও বণ্টনে বিনিয়োগ করতে শুরু করেছে।

তাছাড়া, বেসরকারি খাতে চিকিৎসা পণ্য উৎপাদন ও বিপণনের নানা ত্রুটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে, এই করোনা প্রাদুর্ভাবের সময় চিকিৎসা খাত প্রচণ্ডভাবে সরকারি উৎপাদনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বেসরকারি খাত এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনেকাংশেই ব্যর্থ। বিশ্বজুড়ে করোনা পরীক্ষার কিট, পিপিই, মাস্ক, স্যানিটাইজার, গ্লভস প্রভৃতির ব্যাপক সংকট পরিলক্ষিত হয়েছে।

ফলে সুদূর ভবিষ্যতে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সরকার চিকিৎসা পণ্য ও ওষুধ উৎপাদনে আরও বড় ভূমিকা পালন করবে বলে গবেষকরা মনে করছেন।

বিজ্ঞান তার সাম্রাজ্য পুনরুদ্ধার করবে
দীর্ঘদিন ধরে বিজ্ঞান তার সাম্রাজ্য হারাতে বসেছিল। কিন্তু এই মহামারীর ফলে দেখা গেল, আমাদের সুস্থতা ও স্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানের কোনো বিকল্প নেই। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিজ্ঞানের উপর মানুষের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতেও সহায়তা করবে।

বিজ্ঞান নিয়ে মানুষের মধ্যে যে অবিশ্বাস ও ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছিল এবং বিপরীতে অতিপ্রাকৃতের উপর মানুষের যে বিশ্বাস সৃষ্টি হয়েছিল, সে সমীকরণ এর ফলে পাল্টে যাবার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়াও বিজ্ঞানের নানা গবেষণায় সরকারি-বেসরকারি প্রণোদনা বৃদ্ধি পাবে, বাজেটেও বিজ্ঞান গবেষণা ও চর্চায় বিশেষ মনোযোগ দেয়া হতে পারে। কারণ, এই মহামারী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সামরিক খাতে বাজেট বাড়ানোর থেকেও স্বাস্থ্য সংক্রান্ত গবেষণায় বাজেট বাড়ানো বেশি প্রয়োজনীয়। কারণগুলি বা বোমা দিয়ে ভাইরাস হত্যা করা যায় না। তথ্যসূত্র: পলিটিকো.কম

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
ফয়জুল করিমের ব্যাংকে জমা ১ হাজার টাকা, স্ত্রীর আছে ১৮৭ ভরি সোনা Jan 01, 2026
img
হলফনামায় ‘বেনজীরের ক্যাশিয়ার’ জসীমের ৪৪ ফ্ল্যাট ও ২ বাড়ি Jan 01, 2026
img
আমার ওপর খালেদা জিয়া যে দায়িত্ব দিয়েছেন সেটা পালন করব : রুমিন ফারহানা Jan 01, 2026
img
তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ Jan 01, 2026
img
জাতীয় কবি'র 'বিদায়-বেলায়' কবিতার মাধ্যমে দাদীর সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করলেন জাইমা রহমান Jan 01, 2026
img
জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের Jan 01, 2026
img
আমির খসরু ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ ২১ কোটি, নগদ টাকা ৩ কোটি Jan 01, 2026
img
মা হলেন সালহা খানম নাদিয়া Jan 01, 2026
img
দুই ঘণ্টার ব্যবধানে এনসিপির আরেক নেতার পদত্যাগ Jan 01, 2026
img
তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাদিক কায়েমের বার্তা Jan 01, 2026
img
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ইতিবাচক: পররাষ্ট্র উপদেষ্টা Jan 01, 2026
img
টাঙ্গাইলে যুবলীগ নেতা গ্রেপ্তার Jan 01, 2026
img
ব্যাটিংয়ে রিশাদের ক্যামিও, হোবার্টের পরাজয় Jan 01, 2026
img
বাইক–কার ধাক্কা, বাকবিতণ্ডায় প্রাণ গেল আইনজীবীর Jan 01, 2026
img
২১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Jan 01, 2026
img
আইপিএলে মুস্তাফিজকে বয়কটের ঘোষণা Jan 01, 2026
img
বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী আফরোজার ভবনসহ জমি জব্দের আদেশ Jan 01, 2026
img
এনইআইআর পদ্ধতি চালু হওয়ায় মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ Jan 01, 2026
img
ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করায় জর্জ ক্লুনি দম্পতিকে ট্রাম্পের কটাক্ষ Jan 01, 2026
img
কেউ কেউ হয়তো চান বাচ্চা বড় হয়ে উপদেষ্টা হবে : রিজওয়ানা হাসান Jan 01, 2026