এবার অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অচল বাংলাদেশ। এমনকি ভেঙে পড়েছে চলচ্চিত্র অঙ্গনও। এই মুহূর্তে ভাইরাসটি মোকাবিলায় সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তাই চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীরা এখন কষ্টে দিন যাপন করছেন।

চলচ্চিত্রের এসব অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন তিনি।

মঙ্গলবার শিল্পী সমিতি এগুলো বিতরণ করে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র। পাশাপাশি এফডিসিতে জীবাণুনাশকও ছিটানো হয়।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অসচ্ছল শিল্পীদের পাশে থাকতে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও আমাদের জন্য আশীর্বাদ রূপে এসেছেন। তিনি বেশ কিছু সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছেন।

এদিকে দেশে করোনা সংক্রমিত হওয়ার পর বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছে নিয়মিত যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এর আগে চিত্রনায়ক অনন্ত জলিলের দেওয়া ত্রাণ দু’দফায় বিতরণ করে সংগঠনটি।

প্রসঙ্গত, আজও বাংলাদেশে আরও একজন করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। এছাড়া ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

 

টাইমস/জেকে

Share this news on: