করোনা: নামাজ-রোজা পালনের পরামর্শ অনন্তের

চিত্রনায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল। এবার করোনাভাইরাস থেকে বাঁচতে অন্যরকম পরামর্শ দিলেন তিনি। জানালেন, করোনা মোকাবিলায় ইসলাম ধর্মাবলম্বীদের প্রচুর নামাজ, জিকির ও রোজা পালন করা প্রয়োজন।

এদিকে করোনা সংক্রমণ রোধে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এই অবস্থায় ঘরে বসে এসব পালন করার কথা জানালেন অনন্ত জলিল।

সম্প্রতি অনন্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই আহ্বান জানান।

ফেসবুকে অনন্ত লেখেন, ‘সুপ্রিয়, বন্ধুগণ। আশা করি, সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারিতেও আল্লাহ আমাদের সুস্থ ও বিপদমুক্ত রেখেছেন বলে তার প্রতি আমাদের শুকরিয়া আদায় করছি।

বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাসের ঝুঁকি কমাতে সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলছে স্বাস্থ্য অধিদপ্তরসহ সব সেবা সংস্থা। এভাবেই বিশ্বের সব দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাদেশের সব মানুষ যেন নিজ গৃহে থাকেন, সেজন্য সরকার টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। অতএব আমরা এই ১০ দিন ২৪ ঘণ্টা বাসায় অবস্থান করার পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো। সঙ্গে জিকির করবো ও কোরআন শরিফ পাঠ করবো।

অনন্ত পরামর্শ দিতে গিয়ে আরও লেখেন, সাথে সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখতে পারেন। পাশাপাশি যারা বিত্তবান ও সামর্থ্যবান আছেন তারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায় গরিব মানুষদের খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে পাশে থাকবেন। যেন তাদের এই ১০ দিন অর্থের অভাবে কষ্ট করে থাকতে না হয়।

অনন্ত লেখেন, আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জিকির করে নিজেদের, দেশের ও পুরো বিশ্বের সবার শান্তি, সুস্বাস্থ্য, কল্যাণের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করি। আল্লাহ আমাদের এই এবাদতের উসিলায় বিশ্বকে ভাইরাসমুক্ত ও শান্তিময় করে তুলুক। সবার গুনাহ মাফ করে দিন। আমিন।

 

টাইমস/জেকে

Share this news on: