যশোরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১০

যশোরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার রাতে শহরের খড়কি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দশজনকে আটক করেছে।

নিহতের নাম বড় আল-আমিন (৩২)। সে খড়কি কাসার দিঘি এলাকার আলমগীর হোসেনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার আব্দুল খালেকের ছেলে ছোট আল-আমিন (২৫) ও ইফাজ তুল্লা সর্দারের ছেলে সাহেব আলী (৪৫)। তারা যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে আটককৃতরা হলেন- একই এলাকার নাছরিন সুলতানা তুলি (২৫), পিকুল হোসেন (১৯), মিন্টু (৪৯), মন্টু (২৮), মুকুল (১৯), বিপুল(২৪), শিমুল (১৮), ইমন (২০), টুটুল (৪৫), মো. সিদ্দিক (৫২)।

আহত সাহেব আলী বলেন, খড়কি এলাকার জামাল, হিরা, অনু ও তাদের লোকজনের সঙ্গে বড় আল আমিনের পূর্ব বিরোধ ছিল। এর জেরে বুধবার রাতে বাড়ি ফেরার পথে বড় আল আমিনের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ সময় আল আমিনকে বাঁচাতে গিয়ে তিনি ও ছোট আল আমিন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বড় আল আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে রাত ১২টার দিকে আল-আমিনের মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই মাহবুব জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের বাবা ১৯ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দশজনকে আটক করেছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: