নতুন পাঁচজনসহ দেশে করোনায় আক্রান্ত ৬১

মহামারী করোনাভাইরাস যেন ধীরে ধীরে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এরই মধ্যে সারা বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাংলাদেশেও দিনে দিনে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়েনি।

শুক্রবার করোনাভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি অবহিতকরণ অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

পরে ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘন্টায় ৫১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১২৬টি নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। বাকি ৩৮৭টি নমুনা অন্যান্য প্রতিষ্ঠানে পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ৫১৩ জনের নমুনা পরীক্ষার পর ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬১। এখন পর্যন্ত এ ভাইরাসে ৬ জনের মৃত্যু হলেও ২৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদেরও চিকিৎসা চলছে।

ডা. আবুল কালাম আজাদ আরও বলেন, এখন পর্যন্ত দেশে আনুষ্ঠানিকভাবে ৬৪ হাজার ২৩৬ জনকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে। সেই সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবেও ২৪৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে হোম কোয়ারেন্টিন এবং ৫জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে বলে জানান তিনি।

 

টাইমস/এসএন

Share this news on: