জ্বর ও ডায়রিয়ায় নেত্রকোনায় যুবকের মৃত্যু

জ্বর ও ডায়রিয়া নিয়ে নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালের পৌর শহরে ৯ নম্বর ওয়ার্ডের নল্লা এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রহুল ইসলাম ও কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, ওই যুবক কিছুদিন ধরে হালকা জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন। এ ছাড়া পূর্ব থেকে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার কোনো করোনাভাইরাসের উপসর্গ ছিল না। তবুও সতর্কতা হিসেবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগের লোকজন নমুনা সংগ্রহ করেছে। পরে বিকালে তার দাফন সম্পন্ন করা হয়। একই সঙ্গে বাড়ির লোকজনকে মুক্তভাবে চলাফেরা না করতে নজরদারিতে রাখা হয়েছে।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাহিদ হাসান বলেন, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হবে। কি কারণে তিনি মারা গেছেন গবেষণাগারে নমুনা পরীক্ষা করে তা নিশ্চিত হওয়া যাবে। তবে ধারণা করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত নন।

 

টাইমস/এইচইউ

Share this news on: