চট্টগ্রামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল (৩৪) নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাকলিয়া থানার তুলাতলী আব্দুল নূর কলোনির মো কামালের ছেলে।

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো. রুবেল ২০০৮ সালে বোয়ালখালীতে সিএনজি অটোরিকশাচলক মোহাম্মদ ইউসুফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালে সিএনজি অটোরিকশাচালক মোহাম্মদ ইউসুফ হত্যায় বোয়ালখালী থানায় দায়ের হওয়া মামলার অভিযুক্ত আসামি গ্রেপ্তারকৃত রুবেল। পরে ২০১৫ সালে এ মামলায় আদালত রুবেলসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার রায় ঘোষণার আগে জামিনে গিয়ে পলাতক ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দীন জানান, ২০০৮ সালে  সিএনজি অটোরিকশাচালক ইউসুফ হত্যা মামলায় মৃত্যুদনণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

টাইমস/আরএ

Share this news on: