করোনায় দাদির মৃত্যু: কুমিল্লায় দুই শিশুও আক্রান্ত

করোনায় ঢাকায় দাদির মৃত্যুর পর কুমিল্লার বুড়িচং উপজেলায় এসে দুই শিশুও করোনায় আক্রান্ত হয়েছে। তাদের একজনের বয়স সাত বছর ও অন্যজনের বয়স পাঁচ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সাহাদাৎ হোসেন।

তিনি বলেন, রোববার রাতে বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের এক ব্যবসায়ীর মা (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। এরপর ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে চলে আসেন। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরুল হাসান ওই বাড়ি লকডাউন করেন। একই সঙ্গে ওই পরিবারের সাতজনের মধ্যে পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সাত ও পাঁচ বছরের দুই ছেলে শিশুর করোনাভাইরাস পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা সকালে ওই গ্রামে যাই। আপাতত দুই শিশুকে বাড়িতে রেখেই চিকিৎসা হবে। পরিবারের আরও দুই সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেলা সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান বলেন, বুড়িচংয়ের ওই ব্যবসায়ী তার মাকে নিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় থাকতেন। সেখানেই তার মা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ঢাকায় আক্রান্ত দাদির কাছ থেকে ওই দুই শিশুর দেহে করোনা সংক্রমিত হয়েছে। তারা পরিস্থিতি বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান জানান, বুড়িচংয়ের জিয়াপুরের ওই পরিবারে পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে দুইটি শিশুর করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। জিয়াপুর গ্রামটি লকডাউন করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: