করোনা: নিয়ম না মানায় নেত্রকোনায় ১৯ জনকে জরিমানা

করোনাভাইরাস পরিস্থিতিতে নির্ধারিত সময়ের পরও নেত্রকোনায় দোকান খোলা রাখা, অযথা বাইরে ঘোরাফেরা করা ও জরুরি প্রয়োজন ছাড়া যানবাহন নিয়ে রাস্তায় নামার কারণে ১৯ জনের বিরুদ্ধে মামলা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মোট ৪৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার জেলা শহর ও কেন্দুয়া উপজেলায় পৃথক ছয়টি আদালত অভিযান চালিয়ে ওই ১৯ জনের বিরুদ্ধে মামলা ও অর্থদণ্ডাদেশ দেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম জানান, সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসন ও কেন্দুয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: