করোনায় আক্রান্ত হাতিয়ার এক চিকিৎসক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন।

২৮ বছর বয়সী ওই চিকিৎসক বর্তমানে ঢাকায় কোয়ারেন্টাইনে রয়েছেন। তার সংস্পর্শে আসা হাসপাতালের আরও দুই চিকিৎসককে হোম রাখা হয়েছে।

ডা. নাজিম উদ্দিন জানান, করোনা শনাক্ত হওয়া হাসপাতালের ওই মেডিকেল অফিসার গত ২১ মার্চ ঢাকা থেকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডরমেটরিতে আসেন। এরপর তিনি হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা দিতে থাকেন। ২৬ মার্চ তিনি পায়ে ব্যথা পান। তারপর তার শরীরে জ্বর আসে। সাথে সর্দি, কাশিও দেখা দেয়। এরপর ক্রমান্বয়ে তার শরীরে জ্বরের তীব্রতা বাড়তে থাকলে ৩১ মার্চ তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় ঢাকায় তার নিজ বাসভবন বাড্ডায় পাঠানো হয়।

এরপর ওই তরুণ চিকিৎসক সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) গিয়ে পরীক্ষার জন্য নমুনা (স্যাম্পল) দিয়ে আসেন। বুধবার বিকালে তিনি রিপোর্ট হাতে পান। ওই রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে।

তিনি জানান, ওই চিকিৎসক অসুস্থ থাকায় হাতিয়া থাকাকালীন নিজের বাসায় অবস্থান করেন। এ ঘটনায় হাসপাতালে আরো দুই মেডিকেল অফিসারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই দুই চিকিৎসক আক্রান্ত চিকিৎসকের সঙ্গে এক ডরমেটরিতে ছিলেন।

এদিকে করোনা সন্দেহে হাতিয়া উপজেলা থেকে এ পর্যন্ত মোট ৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে এর পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজনের টেস্টের ফলাফল পৌঁছেছে। ওই দুইজনের টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, সিভিল সার্জনের মাধ্যমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জেনেছেন। বর্তমানে ওই চিকিৎসকের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: