সিঙ্গাপুরে আরও ১১৬ বাংলাদেশী করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে গত ২৪ ঘন্টায় ১১৬ প্রবাসী বাংলাদেশীসহ মোট ২৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের বাংলাদেশী প্রবাসীদের সংখ্যা গিয়ে দাড়াল ৩৬০ জনে। সিঙ্গাপুরের স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত দেশটিতে মোট ১৯১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬০ জন। এছাড়া সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

দেশটিতে করোনায় আক্রান্ত ২৮৭ জনের মধ্যে তিনজন বাইরের দেশ থেকে এসেছে। আর বিদেশী ওই ব্যক্তিদের মাধ্যমে সিঙ্গাপুরের স্থানীয় ২৮৪ জন বাসিন্দা এ ভাইরাসে আক্রান্ত হন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য বিভাগ আরও জানায়, ৮৮৪ জন করোনা আক্রান্ত রোগী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ২৯ জনের অবস্থা শঙ্কটাপন্ন। এছাড়া ৫৫৯ জনের শারীরিক অবস্থা ভালোর দিকে যাওয়ায় তাদেরকে অন্যান্য হাসপাতালে বিশেষ সেবার আওতায় রাখা হয়েছে।

তবে গুরুত্বর রোগীদের কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল ও দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি এ্যাট ডিজোর্টে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: