সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ

দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সন্ধ্যা ৬টার পর নাগরিকদের ঘরের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

সরকার ঘোষিত সাধারণ ছুটি বর্ধিতকরণ উপলক্ষে শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে পাঁচটি নির্দেশনা পালনের শর্ত দিয়ে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ছুটি অন্যান্য সাধারণ ছুটি নয়, এটি দুর্যোগকালীন বা আপদকালীন ছুটি। কাজেই এই সময়টি স্বাভাবিক সময়ের মত করে অতিবাহিত করার কোন সুযোগ নেই। করোনাভাইরাসের সংক্রমণ রোধে অনুগ্রহ করে সবাই ঘরে থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।

প্রজ্ঞাপনে ঘোষিত নির্দেশনায় আরও বলা হয়, শুক্রবার থেকে সন্ধ্যা ৬টার পর সারাদেশে কেউ যেন বাড়ির বাইরে বা ঘরের বাইরে বের না হয়। যদি কেউ এ আইন অমান্য করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সরকার ঘোষিত এ নির্দেশ যথাযথ ভাবে পালনের জন্য দেশের সকল বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

টাইমস/এসএন

Share this news on: