দেশে করোনায় আক্রান্ত এক নাট্যনির্মাতা

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের একজন নাট্যনির্মাতা। শুক্রবার রাতে বাংলাদেশ টাইমসকে এই খবর নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ছোট পর্দার এক তারকা।

এছাড়াও একটি দৈনিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’র সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

জানা গেছে, কয়েক দিন ধরেই ওই নির্মাতার সর্দি-কাশি ও গলা ব্যথা হচ্ছিল। করোনার উপসর্গগুলো তার শরীরে দেখা যাচ্ছিল। ফলে হাসপাতালে যোগাযোগ করেন তিনি। এরপর ডাক্তারি পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।

বর্তমানে ওই নির্মাতা উত্তরার একটি হাসপাতালে ভর্তি আছেন। তার পুরো পরিবারও আইসোলেশনে রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে। আজ তাদেরও করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

এদিকে এস এ হক অলিক তার জন্য ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, দেশজুড়ে ব্যাপকহারে ছড়িয়ে পড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্য মতে, শুক্রবার দেশে এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। আর মারা গেছেন ৬ জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা ২৭ জন। আর আক্রান্তের সংখ্যা সর্বমোট ৪২৪ জন।

 

টাইমস/জেকে

Share this news on: