সম্পদের হিসাব দিতে হবে ভূমি মন্ত্রণালয়ের কর্মীদের

ভূমি মন্ত্রণালয়ের অধিনে সব কর্মকর্তা কর্মচারীকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধিনে ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সব কর্মকর্তা কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে সম্পদের বিবরণ দিতে হবে। এখন আমি মৌখিক সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। মন্ত্রণালয়ে যাওয়ার পর তাদের লিখিতভাবে নির্দেশনা দেয়া হবে।

তিনি আরও বলেন, সারা দেশের ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা আনতে প্রত্যেকটা ভূমি অফিস সিসিটিভির আওতায় আনা হবে। প্রত্যেকটা অফিসের কথা বার্তা যাচাই বাচাই করার জন্য ভয়েস রেকর্ডের ব্যবস্থা করা হবে। কোন কর্মকর্তা কি করছে, সেটা মন্ত্রী সচিবসহ নির্দিষ্ট পদস্থ কর্মকর্তারা মনিটরিং করবেন। মন্ত্রণালয়ে গিয়ে এ বিষয়ে লিখিত পরিপত্র জারি করা হবে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: