সংলাপের দাবী অযৌক্তিক: ওবায়দুল কাদের

ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে অযৌক্তিক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ এখন মামা বাড়ির আবদার। নেতা কর্মীদের চাঙা রাখতেই বিএনপি ও ঐক্যফ্রন্ট মিথ্যাচার করছে। নির্বাচন নিয়ে সংলাপ হাস্যকর।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। সরকার গঠনের আগেই শেখ হাসিনা বিশ্ব নেতাদের কাছ থেকে আন্তর্জাতিকভাবে অভিনন্দন পেয়েছেন। দেশে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই। বিএনপি-ঐক্যফ্রন্টের নির্বাচন নিয়ে সংলাপ চাওয়াটা হাস্যকর ছাড়া আর কিছু না। সংলাপের দাবী অযৌক্তিক। কর্মীদের চাঙা রাখতেই বিএনপির নেতারা মিথ্যা তথ্য দিচ্ছেন।

সড়ক দূর্ঘটনা রোধে সেতুমন্ত্রী বলেন, সড়ক দূর্ঘটনা রোধে সব নাগরিককে এগিয়ে আসতে হবে। মাঝে মাঝে বেপরোয়া চালকের মতো যাত্রীরাও বেপরোয়া হয়ে যান। সড়ক দুর্ঘটনা শুধু চালকের বেপরোয়া গাড়ী চালানোর জন্যই হচ্ছে না। যাত্রীদের ভুলের জন্য দুর্ঘটনা হয়। এ বিষয়ে সব মিডিয়া কর্মীদের ক্যাম্পেইন করতে হবে, যাতে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়।সড়ক দূর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ আদালতের চলমান কার্যক্রম আরও জোরদার করে নিয়মিত অভিযান চালানো হবে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: