এবার জামাতে তারাবিহ নামাজ আদায় স্থগিত করল সৌদি

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত গোটা পৃথিবী। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসমাগম বন্ধ করার কোনো বিকল্প নেই। আর তাই বিশ্বের বিভিন্ন দেশ জনসমাগম ও কোলাহল রোধে হাতে নিয়েছে নানা পদ্ধতি। তারই অংশ হিসেবে আসন্ন রমজান মাসে তারাবিহ নামাজ জামাতে আদায় করার ওপর স্থগিতাদেশ দিয়েছে সৌদি সরকার।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ এ তথ্য জানান।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে মসজিদগুলোতে তারাবিহ নামাজ স্থগিত রাখা হবে। মুসল্লিরা নিজ নিজ ঘরে বসে তারাবিহ সালাত আদায় করবে।

আব্দুল লতিফ আল-শেখের বরাতে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের বিষয়টি তারাবিহর চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ। কাজেই পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই যখন স্থগিত রাখা হয়েছে, তখন তারাবিহর জন্য বিকল্প কোনো পন্থা নেই।

এছাড়া ঘরে বসে তারাবিহ আদায় করে মহান আল্লাহর কাছে বিশ্ববাসীর জন্য দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবের সব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ করে দেয়া হয়। এছাড়া ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে জুমার নামাজও বন্ধ রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত চার হাজার ৪৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯ জন মারা গেছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: