নেত্রকোনায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু

নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দশ্রী বিজ্জয়াইল হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া গ্রামের (রাজালীকান্দা পশ্চিম পাড়ার) মঞ্জুরুল হকের ছেলে কৃষক ইয়াহিয়া (২৫) ও একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রায়হান (৯)। আহতরা হলেন- টিপন (২৭), ইসলাম (২২) ও দুর্জয় (৯)। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনার কারণে বোরো ফসল কাটতে শ্রমিক সংকট থাকায় শনিবার সকালে গোবিন্দশ্রী গ্রামের সামনের বিজ্জয়াইল হাওরে ধান কাটতে যান ইয়াহিয়াসহ আহত তিনজন। সকালের খাবারের সময় হলে বাবা সেলিমের জন্য ভাত নিয়ে হাওরে যায় শিশু রায়হান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতে ইয়াহিয়া, টিপন, ইসলাম ও দুর্জয়কে স্থানীয়রা উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যায়। মদন হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইয়াহিয়াকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি মো. রমিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: