উহানের সেই ল্যাব পরীক্ষা করতে চায় যুক্তরাষ্ট্র

প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি কোথায়? কেউ বলছেন, এটি চীনের উহানে সরকারি ল্যাবে তৈরি একটি জৈব অস্ত্র। আবার কেউ বলছেন, এ ভাইরাস ছড়িয়েছে উহানের একটি বন্যপ্রাণীর বাজার থেকে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করে আসছে, ভাইরাসটি চীনের উহানের একটি ল্যাবে তৈরি করা হয়েছে। আর এ নিয়েই চীন ও যুক্তরাষ্ট্রের বাকযুদ্ধ চলছে কয়েক মাস ধরে।

দুই দেশের এই মুখোমুখি পরিস্থিতির সমাধান চেয়ে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ জটিলতা অবসানে উহানের ল্যাব পরিদর্শনের অনুমতি চেয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীনের কাছে এই অনুমতি চেয়ে অনুরোধ করেন।

পম্পেও বলেন, আমরা এখনো চীনের কমিউনিস্ট পার্টির কাছে আহ্বান জানাচ্ছি, উহানের ওই ভাইরোলজি ল্যাবে আমাদের বিশেষজ্ঞদের প্রবেশের অনুমতি দেয়া হোক। তাহলে আমরা জানতে পারব ভাইরাসটির উৎপত্তি আসলেই কোথায়।

এদিকে পম্পেওর এমন মন্তব্য ‘করোনাভাইরাস উহানের বন্যপ্রাণীর বাজার থেকে নয় বরং শহরটির ভাইরোলজি ল্যাব থেকে ছড়িয়েছে’ এ সন্দেহে আরও ঢেলে দিয়েছে।

তবে এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান বলেছেন, করোনাভাইরাসে সঙ্গে উহানের ভাইরোলজি ল্যাবের দুরতম সম্পর্কও নেই। কাজেই ল্যাব পরিদর্শনের প্রশ্নই আসেনা।

ফক্স নিউজের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট শনিবার এসব তথ্য জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি জানায়, আমেরিকায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৭ হাজার ৭৭৯ জন এবং মারা গেছেন ৩৭ হাজার ৭৯ জন। এছাড়া চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৮৪ জন এবং মৃতের সংখ্যা (গতকাল মৃতের সংখ্যা বৃদ্ধি করার পর) ৪ হাজার ৬৩৬ জন।

আর এ নিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র এগিয়ে নয়। সবচেয়ে বেশি মৃতের সংখ্যা হওয়ার কথা চীনে। কারণ তারাই বড় সমস্যা ভোগ করেছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যেভাবে মুস্তাফিজ থেকে ‘ফিজ’ নামটা এলো May 19, 2024
img
চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান May 19, 2024
img
মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার May 19, 2024
img
আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার May 19, 2024
img
ফের বাড়ল স্বর্ণের দাম May 19, 2024
img
মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের May 19, 2024
img
কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী May 19, 2024
img
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত May 19, 2024
img
মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ May 19, 2024
img
“দেশের জনগণের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসাকে আরো ব্যাপকভাবে কাজে লাগানো প্রয়োজন “ - শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল May 19, 2024