রংপুরে এক চিকিৎসক করোনায় আক্রান্ত

রংপুরে এক চিকিৎসক করোনায় আক্রান্তরংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়। আক্রান্ত চিকিৎসক উপজেলার ইমাদপুর ইউনিয়নের বাসিন্দা।

রংপুরের সিভির সার্জন ডা. হিরম্ব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে রংপুরে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা পাঁচ জনে দাঁড়ালো।

সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, সম্প্রতি মুন্সীগঞ্জ থেকে ফেরা মিঠাপুকুরের বালারহাট ইউনিয়নের খন্দকারপাড়া গ্রামের এক কিশোর করোনা আক্রান্ত হন। ওই কিশোরের চিকিৎসায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক জড়িত ছিলেন। করোনা আক্রান্ত সন্দেহে ওই তিন চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হয়। এতে দুজনের নেগেটিভ হলেও একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই কিশোরের সংস্পর্শ থেকে এই চিকিৎসক আক্রান্ত হয়েছেন। বর্তমানে ওই চিকিৎসক রংপুর করোনা হাসপাতালে (নবনির্মিত শিশু হাসপাতাল) চিকিৎসাধীন।

 

টাইমস/এইচইউ

Share this news on: