নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় আসছেন ১৮ নভেম্বর

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার ঢাকায় আসবেন ১৮ নভেম্বর।

ঢাকায় মার্কিন দ্রুতাবাসের এক কর্মকর্তা জানান, ১৮ নভেম্বর মিলার বাংলাদেশে আসবেন। এখানে আসার পর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করবেন।

বাংলাদেশে আর্ল আর মিলার বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন।

নবনিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত ২০১৪ সাল থেকে বতসোয়ানায় দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে মিলার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ভারতের নয়াদিল্লিতে ইরাকের বাগদাদে এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা (আরএসও) হিসেবে কাজ করেছেন। পাশাপাশি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিনিয়র আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share this news on: