করোনায় গৃহবন্দী তিশা কোন জিনিসটা বেশি মিস করছেন?

মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে স্থবির পুরো বিশ্ব। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে বিভিন্ন দেশে লকডাউন চলছে। বাংলাদেশেও বন্ধ করে দেয়া হয়েছে সব কিছু। দেশের বেশির ভাগ মানুষ এখন ঘরবন্দী।

একইভাবে ঘরবন্দী হয়ে আছেন শোবিজের নামীদামী ছোট-বড় সব তারকারা। তারই ধারাবাহিকতায় প্রায় এক মাস ধরে গৃহবন্দী সময় কাটাচ্ছেন ছোট পর্দার ব্যস্ততম তারকা অভিনেত্রী তানজিন তিশা।

বাংলাদেশ টাইমস প্রতিনিধির সাথে আলাপকালে নিজেই জানিয়েছেন সেই কথা। তিশা বলেন, অনেক দিন ধরেই ঘরে আছি। প্রায় এক মাস। প্রথম দিকে রান্না করে সময় পার করতাম। এখন সেটাও ভালো লাগে না।

আসলে ইদানিং ফেলে আসা শুটিংয়ের ব্যস্ততাকে খুব মিস করছি। করোনার প্রাদুর্ভাবের আগে সকাল থেকে রাত পর্যন্ত অভিনয় নিয়ে ব্যস্ত থাকতাম। এটা ছিল আমাদের প্রতিদিনের রুটিন। সেই দিনগুলো ইদানিং খুব মনে পড়ছে।

শুধু আমিই না, আমরা যারা অভিনয় করি সবাই শুটিংটা বেশ মিস করছি। তবে একটা জিনিস এখন বেশ ভালোভাবে করতে পারছি, যেটা কখনোই পারি না। এখন অনেক সময়, এই সুযোগে পরিবারকে বেশ সময় দিচ্ছি, সঙ্গে আড্ডা আর ঘুম পুষিয়ে নিচ্ছি। বই পড়ছি, মুভি দেখছি এসব করে আপাতত চলছে।

তিশা আরও বলেন, করোনার ভয়াবহতা কেটে গেলে সবার আগে ঢাকা শহরটা ঘুরে দেখবো। মনে হচ্ছে কত কাল এই শহরটাকে দেখি না। যদি বেঁচে উঠতে পারি, প্রথমেই আমি পুরো শহরটা দেখতে চাই।

ভক্তদের উদ্দেশে তানজিন তিশা বলেন, প্রতিটি মানুষের উচিত নিজের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে ঘরে থাকা। করোনার এই সময়ে নিজের ও পরিবারের জন্য সবাইকে সচেতন হতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্ন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। অযথা বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। আমরা যদি সচেতন না হই তাহলে সামনে বড় বিপদ আছে।

 

টাইমস/জেকে

Share this news on: