একই সেলুনে চুল কাটা ৬ জনের করোনা পজিটিভ

একই সেলুনে চুল কাটাতে ও শেভ করতে গিয়েছিলেন ছয় ব্যক্তি। পরে পরীক্ষায় তাদের সবার করোনাভাইরাস পজিটিভ এসেছে। এই ঘটনার পর ভারতের মধ্য প্রদেশের একটি গ্রাম লকডাউন করে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে ২৫ মার্চ ভারত জুড়ে লকডাউন ঘোষণ করা হয়। তবে শুক্রবার রাতে সরকারি এক নির্দেশনায় জানানো হয়েছে, শর্ত সাপেক্ষে ছোট ছোট দোকান পাট খোলা রাখা যাবে। তবে শপিং মল বন্ধ থাকবে। এমন অবস্থায় মধ্য প্রদেশের সেলুন থেকে ভাইরাস সংক্রমণের খবর সামনে এসেছে।

এনডিটিভি অনলাইনের শনিবার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, যে সেলুনটি থেকে ৬জন করোনায় সংক্রমিত হয়েছেন, সেটি মধ্য প্রদেশের খারগোন জেলার বারগাঁও গ্রামে অবস্থিত। ওই সেলুনের নাপিত ওই ছয় ব্যক্তির চুল কাটা ও শেভ করার ক্ষেত্রে একই কাপড় ব্যবহার করেছিলেন।

গ্রামটির এক অধিবাসী ইন্দোরে হোটেলে কাজ করেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে আসেন। ৫ এপ্রিল গ্রামের ওই সেলুনে তিনি চুল কাটান। পরে তার করোনা শনাক্ত হয়। খারগোনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা দিবেশ ভার্মা এই তথ্য জানান।

খারগোনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, একই দিন একই সেলুনে গিয়েছিলেন, এমন আরও ১২ জনকে চিহ্নিত করে করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় ছয়জনের করোনা ধরা পড়ে। তবে, পরীক্ষায় সেলুনটির নাপিতের করোনা নেগেটিভ আসে।

 

টাইমস/জিএস

Share this news on: