রাজধানীতে করোনায় আরও এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার নাজির উদ্দিন নামে এক এসআই মারা গেছেন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত ছিলেন। এসআই নাজিরের বাড়ি পাবনার ভাঙ্গুরা থানায়।

পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ সোহেল রানা জানান, গত ২৫ এপ্রিল এসআই নাজির উদ্দীনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। তিনি রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যুবরণ করেন।

এআইজি মোহাম্মদ সোহেল আরও জানান, শুক্রবার সকালে রাজারবাগে এসআই নাজির উদ্দিনের প্রথম জানাযা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। পাবনার ভাঙ্গুরায় তার গ্রামের বাড়িতে তাকে যথাযথ ভাবে দাফনের ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত, এসআই নাজির উদ্দিনের মৃত্যুর মধ্যদিয়ে এখন পর্যন্ত দেশে মোট চারজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া দেশে মোট ৪১৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

 

টাইমস/এসএন

Share this news on: