যেভাবে কাটছে গৃহবন্দী আবুল হায়াতের সময়

বিশিষ্ট অভিনেতা ও জনপ্রিয় নির্মাতা আবুল হায়াত। প্রাণঘাতী করোনাভাইরাসে সবার মতো তিনি গৃহবন্দী আছেন। প্রায় ১ মাসের বেশি সময় ধরে ঘর থেকেই বের হননি আবুল হায়াত।

তিনি বলেন, এখন লেখালেখি, বই, সিনেমা দেখে সময় কাটায়। এছাড়া রুমেই হাঁটাহাটি করি।

আবুল হায়াত জানান, মূলত উপন্যাসভিত্তিক বইগুলো পড়ি। আর বাংলা সিনেমা দেখি। যেমন, ‘ছেলে কার’, ‘প্রশ্ন’, ‘বেলা শেষে’, ‘সোনার পাহাড়’, ‘রাইকমল’সহ বেশ কিছু ছবি এরই মধ্যে দেখা হয়েছে।

তিনি আরও জানান, এবারের ঈদ সংখ্যার জন্য একটা উপন্যাস লিখছি। এছাড়া রেডিওর জন্য একটা নাটক লেখার ইচ্ছে আছে। তবে সেটি এখনও শুরু করিনি।

সর্বশেষ আবুল হায়াতের কাছে জানতে চাওয়া হয়, বিটিভিতে আবারো ‘বহুব্রীহি’ ও ‘কোথাও কেউ নেই’ নাটক প্রচার বিষয়ে তিনি বলেন, অবশ্যই এটি বেশ ভালো উদ্যোগ। এগুলো তো আমাদের টেলিভিশনের ঐতিহ্যবাহী প্রোডাকশন। পুনঃপ্রচার করা উচিত। নতুন প্রজন্ম দেখুক, কী ধরনের নাটক হতো আগে।

 

টাইমস/জেকে

Share this news on: