আরও পেছাল শুটিং বন্ধের তারিখ

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় সাধারণ ছুটি আরো ১১ দিন বাড়িয়েছে সরকার। আগামী ১৬ মে পর্যন্ত থাকবে ছুটি। এ নিয়ে ষষ্ঠ দফায় ছুটি বাড়ানো হলো।

এদিকে সরকারের সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় রেখে টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সময় ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। টিভি নাটকের শীর্ষ চার সংগঠন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন নাট্যকার সংঘের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বর্তমান পরিস্থিতির কারণে চলমান সাধারণ ছুটির সময়সীমা বৃদ্ধি করায় আন্তঃ সংগঠনগুলো ১৬ মে পর্যন্ত শুটিং সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনগুলো। এরপর কয়েক দফায় সরকারি ছুটির সঙ্গে সমন্বয় রেখে শুটিং বন্ধের সময় বাড়ানো হয়েছে।

এদিকে লকডাউনের মধ্যে কোনো নির্মাতা-অভিনয়শিল্পী শুটিং করলে তা সাংগঠনিকভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু।

সপ্তাহখানেক আগে আয়োজিত আলোচনায় লাভলু বলেন, সরকার নির্ধারিত বন্ধের সময়ে আমরা কেউ শুটিং করবো না। আমার ব্যক্তিগত মতামত, কেউ যদি শুটিং করতে চায় অবশ্যই সাংগঠনিকভাবে প্রতিহত করতে হবে। তা না হলে সরকার ও সবার কাছে আমাদের বিশ্বস্ততা নষ্ট হবে।

শুটিং করতে গিয়ে কেউ আক্রান্ত তার দায়ও সংগঠনের কাঁধেই আসবে। এর আগে ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। তা এখনো বন্ধ রয়েছে। সেসঙ্গে বন্ধ রয়েছে সব ধরনের চলচ্চিত্র প্রদর্শনী ও বিজ্ঞাপনের শুটিং।

 

টাইমস/জেকে

Share this news on: