আফ্রিকার দেশগুলোতে আরও ভয়ঙ্কর হবে করোনা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আফ্রিকার দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এবার ভয়াবহ সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, বিস্তার রোধ না করা গেলে আগামী কয়েক বছর ধরে আফ্রিকার দেশগুলোতে ভয়ঙ্কর রুপ নেবে কোভিড-১৯। এমনকি আগামী এক বছরে আফ্রিকা মহাদেশে অন্তত এক লাখ ৯০ হাজার মানুষের প্রাণহানী ঘটতে পারে এই ভাইরাসে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এক টেলিকনফারেন্সে করোনাভাইরাস নিয়ে সমীক্ষা প্রতিবেদনে আফ্রিকার দেশগুলো নিয়ে এই সতর্ক বার্তা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকা অঞ্চলের প্রধান ডা. মাতিশিদিসো মোয়েতি।

এর আগে গত মাসে এক সতর্কবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, আফ্রিকায় ছয় মাসের মধ্যে অন্তত এক কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে আফ্রিকার দেশগুলোর পদক্ষেপের কারণে দেশ ভেদে তা কম বেশিও হতে পারে বলে দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে সর্বশেষ প্রকাশিত সমীক্ষায় বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে তা আগামী এক বছরে আফ্রিকায় দুই কোটি ৯০ লাখ থেকে চার কোটি ৪০ লাখ মানুষকে আক্রান্ত করবে। বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে করোনায় আক্রান্ত হলে আফ্রিকার পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের প্রধান ডা. মাতিশিদিসো বলেন, পৃথিবীর অন্যান্য এলাকায় যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে, আফ্রিকায় সম্ভবত সেভাবে হবে না। বরং আফ্রিকায় করোনার সংক্রমণ হবে ধীরগতিতে, যা মোকাবিলা করা কঠিন।

সমীক্ষার বরাত দিয়ে ডা. মাতিশিদিসো আরও বলেন, আফ্রিকা অঞ্চলের সরকারগুলো যথেষ্ট উদ্যোগী না হলে আগামী কয়েক বছরের জন্য করোনাভাইরাস এ অঞ্চরের মানুষের জীবনের অংশ হয়ে যাবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, সংক্রমণের উৎস অনুসন্ধানে সময় ও শ্রম নষ্ট হবে। এককথায়, আফ্রিকা আবারও পৃথক হয়ে পড়বে।

জানা গেছে, আফ্রিকার ৪৭টি দেশের তথ্যের ভিত্তিতে করোনা নিয়ে এই প্রাক্কলন সমীক্ষা চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রসঙ্গত, এরই মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশে প্রায় ৫১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিনে এসব দেশে আক্রান্তের হার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। যদিও বেশ কিছু দেশে এখনো লকডাউন কার্যকর রয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মস্কো উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশি সিনেমা ‘নির্বাণ’ Apr 27, 2024
img
রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক Apr 27, 2024
img
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস Apr 27, 2024
img
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল : হামাস Apr 27, 2024
img
গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের পদত্যাগ Apr 27, 2024
img
বাগেরহাটে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ Apr 27, 2024
img
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের Apr 27, 2024
img
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় Apr 27, 2024
img
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ, কেন্দ্রে থাকবে পানি ও চিকিৎসা ব্যবস্থা Apr 27, 2024
img
শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা Apr 27, 2024