কানাডায় নিরাপত্তা প্রহরী পেলেন সৌদি তরুণী রাহাফ

কানাডায় শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়া সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল কুনুনের নিরাপত্তায় একজন প্রহরী নিয়োগ দেয়া হয়েছে।

টরোন্টোর কোস্টি নামের একটি সংস্থা প্রহরী নিয়োগে সাহায্য করেছে।

সংস্থাটির নির্বাহী পরিচালকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্বাভাবিক জীবন শুরু করতে রাহাফ যাতে কখনও একা না হয়ে যান, সেটি নিশ্চিত করতে তাকে এ প্রহরী নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

পরিবার থেকে পালিয়ে আসা ১৮ বছর বয়সী এ তরুণীকে অনলাইনে হুমকি দেয়া হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

কোস্টির নির্বাহী পরিচালক ক্যালা বলেন, হুমকির বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি।

প্রসঙ্গত, রাহাফ পরিবারের বিরুদ্ধে অতি শাসনের অভিযোগ এনে বাড়ি থেকে পালিয়ে ব্যাংককে বিমানবন্দরে আটকা পড়েন। তার পরিবারের সদস্যরা কুয়েতে ছিলেন। তিনি কুয়েত থেকে ব্যাংকক হয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করেন।

 তবে ব্যাংকক থেকে তাকে কুয়েতে ফেরত পাঠানোর জন্য বিমানবন্দরের ভেতরে অবস্থিত হোটেলে রাখলে সেখানে তিনি নিজেকে তালাবদ্ধ করে রাখেন। রাহাফ কুয়েতে ফিরতে অস্বীকৃতি জানিয়ে বলেন, তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন।

পরিবারে ফিরলে তাকে মেরে ফেলা হবে। তিনি টুইটারে এ নিয়ে একের পর এক পোস্ট দিলে তা আন্তর্জাতিক মহলের নজরে পড়ে।

পরে কানাডার সরকার তাকে শরণার্থীর মর্যাদা দিয়ে আশ্রয় দেয়।

 

টাইমস/এক্স

Share this news on: