মৃত্যু’র গুজব নিয়ে যা বললেন এ টি এম শামসুজ্জামান

জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান। বেশ কয়েকবার মৃত্যুর গুজব ছড়িয়েছে এ অভিনেতার। প্রত্যেকবারই এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

এদিকে শুক্রবার সন্ধ্যার পরও হঠাৎ খবর রটে, মারা গেছেন বাংলাদেশের গুণী অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামান। ফেসবুকে অনেকেই তার বিভিন্ন ভঙ্গির ছবি দিয়ে প্রচারও করেন সংবাদটি। অনেকেই ক্যাপশনে ইন্না লিল্লাহ... লিখেও তার মৃত্যুর খবর প্রচার করেন।

এরপরই এ টি এম শামসুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘মরিনি এখনো। পুরোপুরি সুস্থ আছি। এর আগেও ১০–১২ বার আমার মৃত্যুর খবর ছড়িয়েছে। কেন যে এ রকম করে বুঝি না। আমার সঙ্গে কিসের শক্রতা, বুঝি না। আল্লাহ এদের হেদায়েত দান করুন।’

এদিকে এ টি এমের মৃত্যুর খবর যখন রটে, তখন তিনি সুত্রাপুরের বাসায় অবস্থান করছেন। নিজের মৃত্যুর খবর শোনার পর এ টি এম শামসুজ্জামান বিরক্তি আর ক্ষোভ প্রকাশ করেন।

প্রসঙ্গত, ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ঢালিউডে যাত্রা শুরু হয় এটিএম শামসুজ্জামানের।

‘জলছবি’ ছবিতে প্রথম কাহিনী ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তিনি। ১৯৬৫ সালের দিকে অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭৬ সালে আলোচনায় আসেন তিনি।

২০১৫ সালে শিল্পকলায় অবদানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পান গুণী এই অভিনেতা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। এ টি এম শামসুজ্জামান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘লাঠিয়াল’, ‘সূর্যদীঘল বাড়ি’, ‘দায়ী কে?’, ‘ম্য্যডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘মোল্লা বাড়ির বউ’ ইত্যাদি।

 

টাইমস/জেকে

Share this news on: