ময়মনসিংহে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার তিন

ময়মনসিংহ সদর উপজেলায় অপহরণের শিকার আবদুল্লাহ আল মামুনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তিন অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ র‌্যাব-১৪ ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর শিবলী সাদিক এ তথ্য জানান।

আবদুল্লাহ আল ময়মনসিংহ সদর উপজেলার মধ্যবাড়েরা এলাকার দুলাল মিয়ার ছেলে। গ্রেফতারকৃত তিন অপহরণকারী হলেন মোঃ ফয়সাল, রাশেদুল ইসলাম রাব্বী ও আকাশ।

মেজর শিবলী জানান, বুধবার মামুনের বাবা র‌্যাব কার্যালয়ে এসে জানান, তার ছেলে মামুনকে মঙ্গলবার অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ছেলের মুক্তিপণ বাবদ তার কাছে এক লাখ টাকা দাবি করেছে।

দুলালের তথ্য অনুসারে র‌্যাব নিজেদের তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের বিকাশ নম্বরের অবস্থান শনাক্ত করে এবং সেখানে মুক্তিপণ হিসেবে পাঠানো ৪৯ হাজার টাকা উত্তোলনের সময় অপহরণকারী ফয়সালকে আটক করে।

পরে তার দেওয়া তথ্য অনুসারে আকুয়া মোড়লপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঠানবাড়ী থেকে অপহৃত মামুনকে উদ্ধার এবং অপর দুই অপহরণকারী রাব্বী ও আকাশকে আটক করা হয় বলে জানান মেজর শিবলী।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: