করোনাভাইরাসের বর্তমান ‘হটস্পট’ ল্যাতিন আমেরিকা

প্রাণঘাতী করোনাভাইরাসের বর্তমান কেন্দ্রস্থল বা হটস্পট ল্যাতিন আমেরিকা। সম্প্রতি প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) পরিচালক ডা. কারিসা ইতিয়েন এ তথ্য জানিয়েছেন।

ডা. কারিসা ইতিয়েন বলেছেন, দৈনিক সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ছাড়িয়ে গেছে ল্যাটিন আমেরিকার দেশগুলো। এরই মধ্যে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রায় ২৫ লাখ মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নতুন এসব আক্রান্তদের মধ্যে প্রায় ৪৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ কারণেই করোনাভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল বা হটস্পট হয়ে উঠেছে ল্যাতিন অঞ্চল।

এছাড়া ব্রাজিলের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন উদ্বেগ প্রকাশ করেছে। গত সপ্তাহে ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ ভাইারাসে আক্রান্ত হয়েছেন। একই অবস্থা পেরু ও চিলির।

ডা. কারিসা সতর্ক করে বলেছেন, এখনই ল্যাটিন অঞ্চলে লকডাউন শিথিল করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

প্রসঙ্গত, ল্যাতিন আমেরিকার দেশ চিলিতে এরই মধ্যে ৭৭ হাজার ৯৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মধ্যে ৮০৬ জন মারা গেছেন।

এছাড়া বিশ্বে আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটির প্রায় চার লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এছাড়া পেরুতে করোনাভাইারাসে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার। এদের মধ্যে তিন হাজার ৭৮৮ জন মারা গেছেন।

 

টাইমস/এসএন

Share this news on: