করোনা: বগুড়ায় আরও ৫০ জন আক্রান্ত, মোট ২৪০

বগুড়ায় নতুন করে আরও ৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪০ জন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১৪ জন। সবার বয়স এক বছর থেকে সর্বোচ্চ ৭৩ বছরের মধ্যে। এদের মধ্যে বগুড়া সদরের ৩৩ জন, গাবতলীর আটজন, শাজাহানপুরের পাঁচজন, সোনাতলার দুইজন, কাহালু ও নন্দীগ্রামের একজন করে রয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বুধবার তিন শিফটে নমুনা পরীক্ষা হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ২৮২ জনের ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়ার ১৬৬ জনের নমুনা পরীক্ষায় ৫০ পজিটিভ, জয়পুরহাটের ৪৮ জনের মধ্যে ১ পজিটিভ, সিরাজগঞ্জের ৬৫ জনের মধ্যে ১ পজিটিভ এবং গাইবান্ধার ৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে বগুড়ায় এখন পর্যন্ত মোট ২৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। মারা গেছেন একজন। চিকিৎসাধীন রয়েছেন ২২১ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: