খুলনা জেলা ক্রিকেট অধিনায়ক কাজলের মৃত্যু

খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক কাজী রিয়াজুল ইসলাম কাজলের (৩২) আকস্মিক মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার মাঝরাতে অসুস্থ হয়ে পড়ার পর উন্নত চিকিৎসা দিতে খুলনা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসচিব শেখ হেমায়েতউল্লাহ।

ক্রিকেটার কাজল খুলনা জেলা দলের অধিনায়কের দায়িত্বের পাশাপাশি বয়রা তরুণ সংঘ নামের একটি ক্রিকেট একাডেমিতে কোচ হিসেবেও কাজ করতেন। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকেই মারা গেছেন এই ক্রিকেটার।

কাজলের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বুধবার শ্বশুরবাড়ি যশোরে ছিলেন এই ক্রিকেটার। রাতের খাবার খাওয়ার পর বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয় এই ক্রিকেটারকে। অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা হাসপাতালে আনা হয়। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুকে ব্যথার সঙ্গে কাজলের শ্বাসকষ্টের সমস্যাও ছিল বলে জানা গেছে। তবে করোনাভাইরাসের লক্ষণ ছিল না। ধর্মীয় রীতি মেনে বৃহস্পতিবার সকালে তার মরদেহ দাফন করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: