এইচএসসি পরীক্ষা এখনই নয়

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হাওয়া পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে না। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এই পরীক্ষার কার্যক্রম হাতে নেয়া হবে। শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে সময়সূচী।

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল শুরুর কথা ছিল। করোনার কারণে গেল মার্চেই এই পরীক্ষা স্থগিত করা হয়। ফলে ১৩ লাখের বেশি পরীক্ষার্থী অনিশ্চয়তায় পড়েছে।

প্রসঙ্গত, করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। এরই মধ্যে সরকারি-বেসরকারি অফিসগুলো রোববার থেকে ১৫ জনু পর্যন্ত সীমিত আকারে চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মাধ্যমিক ও ‍উচ্চমাধ্যমিক অধিদপ্তর (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, এখনও স্কুল-কলেজ খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এ অবস্থায় জুনে অনুষ্ঠেয় অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত ছাড়া ‍উপায় নেই।

 

টাইমস/জিএস

Share this news on: