সংরক্ষিত নারী আসনে আজও মনোনয়নপত্র দেবে আ.লীগ

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের সময়সীমা আরও একদিন বাড়িয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে এবং আগামী ২০ জানুয়ারি রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত তা জমা দেওয়া যাবে।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানান।

বিপ্লব জানান, আওয়ামী লীগের মনোনয়ন বিতরণের তৃতীয় দিনে ৩২২ জন মনোনয়ন প্রত্যাশী আবেদনপত্র সংগ্রহ করেছেন। এর আগে গত দুদিনে এক হাজার ৫৭ জন প্রার্থী দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন। এতে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৮১ জন।

বৃহস্পতিবার যারা মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জেসমিন শামীমা নিঝুম ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ।- বাসস

টাইমস/ টিএইচ/ কেআরএস

Share this news on: