ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বললেন পুলিশ প্রধান

গঠনমূলক কথা বলতে না পারলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বলেছেন টেক্সাস অঙ্গরাজ্যের হৌস্টন কাউন্টির পুলিশ প্রধান আর্ট আচেভেদো।

শেতাঙ্গ পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে হওয়া বিক্ষোভ দমনে প্রায়ই উত্তপ্ত বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিক্ষোভ দমনে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্ণররা ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেছেন ট্রাম্প।

ট্রাম্পের এধরণের বক্তব্য যুক্তরাষ্ট্রের উত্তপ্ত পরিস্থিতি ভালো তো করছেই না, বরং আন্দোলন আরও জোরদার হচ্ছে। ট্রাম্পের একের পর এক খামখেয়ালি কথার জেরে মানুষ আরও ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে আসছে।

এমন পরিস্থিতিতে টেক্সাস অঙ্গরাজ্যের হৌস্টন কাউন্টির পুলিশ প্রধান আর্ট আচেভেদো ট্রাম্পকে চুপ থাকতে বলেছেন।

পুলিশ কর্মকর্তা আর্ট আচেভোদো বলেন, ’কাউন্টির পুলিশ প্রধান হিসেবে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলছি, আপনার যদি গঠনমূলক কোনও কিছু বলার না থাকে, তাহলে অন্তত মুখটা বন্ধ রাখুন।’

প্রসঙ্গত, ২৫ মে মিনিয়াপলিসের এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার নির্যাতনের শিকার হয়ে মারা যান জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ যুবক। সোমবার ময়নাতদন্ত রিপোর্টেও শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে এসেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিক্ষোভ শরু হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: