করোনা: নোয়াখালীতে একদিনে আক্রান্ত ৮১, তিনজনের মৃত্যু

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে মারা গেছেন ৩ জন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩১, বেগমগঞ্জে ৪৩, সেনবাগে ৫, সুবর্ণচরে ১ ও চাটখিল উপজেলায় ১ জন করোনা রোগী রয়েছেন।

সিভিল সার্জন জানান, নোয়াখালীতে নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬৯ জন। নতুন করে ৩ জন সহ মোট মারা গেছেন ১৭ জন। ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

তিনি আরও জানান, জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৬৯ জন, সুবর্ণচরে ২১ জন, হাতিয়ায় ৬ জন, বেগমগঞ্জে ৩৬৯ জন, সোনাইমুড়ীতে ৪৭ জন, চাটখিলে ৪৫ জন, সেনবাগে ৩৬ জন, কোম্পানীগঞ্জে ৮ জন ও কবিরহাটে ৬৮ জন রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: