করোনায় চট্টগ্রামে প্রবীণ আইনজীবী কবীর চৌধুরীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নেতা কবীর চৌধুরী (৮৬) মারা গেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব জানিয়েছেন, কবীর চৌধুরীর হৃদরোগসহ বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতা ছিল। গত শনিবার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এদিকে কবীর চৌধুরীর বড় ছেলে শরাফুদ্দিন কবির আনিস জানান, সোমবার রাতে তার বাবার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।

কবীর চৌধুরী জেলা আইনজীবী সমিতির সভাপতি ছাড়াও বার কাউন্সিলের সদস্য এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৯১ সালে আনোয়ারা সংসদীয় আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: