ভোলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

‌ভোলার মেঘনা নদী‌তে মাছ শিকার কর‌তে গি‌য়ে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার দুপুরে জেলার মনপুরা ও বোরহানউদ্দিন উপ‌জেলায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনপুরা উপ‌জেলার ১নং মনপুরা ইউনিয়‌নের কুলাগাজী তালুক গ্রা‌মের মো. আমজাদ হো‌সে‌নের ছে‌লে মো. মামুন (১৮) এবং উপ‌জেলার সাকু‌চিয়া ইউনিয়‌নের ৪নং ওয়া‌র্ডের আবদুল হাইয়ের ছে‌লে রাফসান (১৮)।

স্থানীয় জে‌লেরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দি‌কে মামুন ও বেচু মিয়াসহ ৫ জে‌লে কুলাগাজী তালুক গ্রামের উত্তর পা‌শের মেঘনা নদী‌তে মাছ শিকার কর‌তে না‌মেন। দুপুর আড়াইটার দি‌কে বজ্রপাত মামু‌ন ও বেচু মিয়ার গা‌য়ে প‌ড়ে। এতে দু’জনই গুরুতর আহত হন। প‌রে অন্য জে‌লে‌দের সহ‌যোগিতায় তা‌দের উদ্ধার ক‌রে মনপুরা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেয়ার প‌থে মামু‌নের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন মনপুরা থানার ওসি মো. শাখাওয়াত হো‌সেন।

অপর‌দি‌কে বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, দুপুর আড়াইটার দি‌কে উপ‌জেলার হা‌কিম উদ্দিন এলাকার মেঘনা নদীর তী‌রে মই জাল দি‌য়ে মাছ শিকার কর‌ছিল রাফসানসহ আরেক জে‌লে। এসময় বজ্রপা‌তে ঘটনাস্থ‌লে রাফসা‌নের মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: