সৌদির কারাগারে অনশন করছেন রোহিঙ্গারা

সৌদি আরবের একটি কারাগারে রোহিঙ্গা বন্দীরা অনশন শুরু করেছেন। বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোহিঙ্গা বন্দীরা জানিয়েছেন, ডিসেম্বর মাসে জেদ্দায় অবস্থিত সুমাইছি কারাগার থেকে বেশ কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় সৌদি আরব। বাংলাদেশে পাঠিয়ে দেয়া ঠেকাতে তারা অনশন শুরু করেছেন।

এ বিষয়ে তারা জাতিসংঘের হস্তক্ষেপও কামনা করেছেন।

কারাগার থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, অনশনকারী রোহিঙ্গা বন্দীরা খাবার খেতে চাইছেন না। তাদের খাবার মেঝেতেই পড়ে আছে।

অনশনকারী এক রোহিঙ্গা বন্দী জানিয়েছেন, অনশন শুরু করার পর তাদের কর্মসূচিতে ধীরে ধীরে লোকসংখ্যা বাড়ছে।

অনশনে অংশ নেওয়া এক বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সৌদি আরবে গত গত চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার রোহিঙ্গা বন্দীরা অনশন করছেন।

 

টাইমস/এক্স/টিএইচ

Share this news on: