চলতি মাসেই সীমান্ত খুলে দিতে চায় ইইউ

চলতি মাসেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে সীমান্ত উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান কমিশন।

বৃহস্পতিবার ইউরোনিউজকে দেয়া এক সাক্ষাতকারে ইউরোপিয়ান কমিশনের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কিত কমিশনার ইলভা জোহানসন এ কথা জানান।

এ নিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে গিয়ে পরিস্থিতি এখন উন্নতির দিকে। এরই ফলশ্রুতিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর উদ্দেশ্যে ইউরোপিয়ান কমিশন এ আহ্বান জানিয়েছে।

এদিকে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার আভাস পেয়ে এরই মধ্যে ইউরোপের দেশগুলোও গ্রীষ্মের পর্যটন মৌসুমকে সামনে রেখে দ্রুত সীমান্ত উন্মুক্ত করে দেয়ার কাজ শুরু করেছে।

তবে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সীমান্ত খুলে দেয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। তবে আজ শুক্রবার এনিয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে।

বিবিসি জানিয়েছে, ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা এখন ধাপে ধাপে তুলে নেয়া হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের সীমান্ত খুলে দিয়েছে।

তবে ইউরোপের অনেক দেশ এখনো সীমান্ত খুলে দেয়ার জন্য নয়। তাই এসব দেশ মনে করছে, ইউরোপীয়ান কমিশন সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত চাপিয়ে দিলেও এসব দেশ তা মান্য করবে না। কারণ সিদ্ধান্ত মানতে দেশগুলোকে বাধ্য করতে পারেনা ইউরোপীয়ান কমিশন।

এদিকে গত বুধবার সীমান্ত খুলে দিয়েছে ইতালি ও অস্ট্রিয়া। এছাড়া ১ জুলাই প্রতিবেশী দেশ ফ্রান্স ও পর্তুগালের জন্য সীমান্ত খুলে দিয়েছে স্পেন। ১৫ জুন বেলজিয়াম তাদের সীমান্ত খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: